মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার, হামলা চালিয়ে আসামি ছিনতাই
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় মাদকবিরোধী অভিযানের সময় গ্রেপ্তার এক আসামিকে পুলিশের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নিয়েছে মাদক ব্যবসায়ীরা। পুলিশের দাবি, হামলায় দুই সহকারী উপপরিদর্শক (এএসআই) আহত হয়েছেন।
আজ শনিবার দুপুরে বড়াইগ্রামের জলন্দা গ্রামে এই অভিযান চালানো হয়। হামলায় আহত হন এএসআই শিবলু ও মতিউর।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার দাস জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আজ দুপুরে বড়াইগ্রাম উপজেলার জলন্দা গ্রাম থেকে ওয়ারেন্টভুক্ত মাদক মামলার আসামি জাহিদুল ইসলাম জাহিদকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় জাহিদের সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে হ্যান্ডকাপসহ জাহিদকে ছিনিয়ে নিয়ে যায়। হামলায় আহত হয়ন দুই এএসআই।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে। এরপর অভিযান চালিয়ে ১২ জনকে আটক করা হয়। তবে জাহিদকে ধরতে পারেনি পুলিশ।
জাহিদকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ওসি।