জামায়াতের দুই শীর্ষ নেতাসহ ১৩ জন আটক
জামায়াতের ইসলামীর ভারপ্রাপ্ত নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান এবং দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারসহ ১৩ জনকে আটক করেছে পুলিশ। আজ সোমবার রাজধানীর পল্লবী এলাকার একটি বাসা থেকে তাঁদের আটক করা হয়।
পল্লবী থানার উপপরিদর্শক জিল্লুর রহমান এনটিভি অনলাইনকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ১০টার দিকে মিরপুরের সেকশন ১১-এর ব্লক ডির ১০ নম্বর রোডের চার নম্বর বাসায় অভিযান চালানো হয়। বাসাটি স্থানীয় জামায়াতের রোকন অধ্যাপক হারুন অর রশিদের। ওই বাসায় গোপন বৈঠক করছিলেন মজিবুর রহমান, মিয়া গোলাম পরওয়ারসহ অন্যরা। অভিযান চালিয়ে ওই বাসা থেকে মোট ১৩ জনকে আটক করা হয়। এ সময় সেখান থেকে ২০টি হাতবোমা উদ্ধার করা হয়।
মজিবুর রহমান, মিয়া গোলাম পরওয়ার ছাড়া বাকিদের পরিচয় এখনো জানা যায়নি।
এ ঘটনায় এখনো মামলা দায়ের করা না হলেও শিগগিরই মামলা করা হবে বলে জানান জিল্লুর রহমান। তিনি জানান, আটক ১৩ জনকে মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে।