গৃহকর্মী হ্যাপিকে নির্যাতন : দ্রুতবিচার আইনে শাস্তির দাবি
ক্রিকেটার শাহাদাত হোসেনের বাসায় ১১ বছরের গৃহকর্মী শিশু নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক। নির্যাতনকারীদের গ্রেপ্তার ও দ্রুত বিচার আইনে দায়ী ব্যক্তিদের শাস্তি দাবি করেছে মানবাধিকার নিয়ে কাজ করা ওই সংগঠন।
আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক এ তথ্য জানায়। হ্যাপির ন্যায়বিচার প্রাপ্তির দাবিতে আগামীকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করবে ওই সংগঠন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই কর্মসূচিতে হ্যাপিকে নির্যাতনকারীদের দ্রুত গ্রেপ্তার, মামলাটি দ্রুত বিচার আইনে নিষ্পত্তি ও নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা, হ্যাপির উন্নত চিকিৎসা ও তাঁর পরিবারকে ক্ষতিপূরণ প্রদান নিশ্চিত করার দাবি জানানো হবে। একইসঙ্গে বাংলাদেশ শ্রম আইনে গৃহশ্রমিকদের অন্তর্ভুক্ত করা, গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি ২০১০ দ্রুত অনুমোদন করা এবং দেশে-বিদেশে কর্মরত গৃহশ্রমিকদের সুরক্ষায় গৃহশ্রমিকদের জন্য শোভন কাজ সংক্রান্ত আইএলও কনভেনশন নং ১৮৯ দ্রুত অনুসমর্থন করার দাবি জানানো হবে।
গতকাল রোববার শরীরে ও চোখে আঘাতের চিহ্নসহ ১১ বছর বয়সী হ্যাপিকে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। শিশুটির অভিযোগ, সে জাতীয় দলের ক্রিকেটার শাহাদাত হোসেনের বাসায় গৃহকর্মী ছিল। শাহাদাত ও তাঁর পরিবারের লোকজন তার ওপর নির্যাতন করেছে। হ্যাপি জানিয়েছে, শাহাদাতের পরিবারের নির্যাতনের কারণে সে বাসা থেকে পালিয়েছে। গতকালই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়।
গতকাল রাতেই শাহাদাত হোসেন ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগে মামলা করা হয়। মিরপুরের বাসিন্দা সাংবাদিক খন্দকার মোজাম্মেল হক বাদী হয়ে গত রাতে মিরপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেন।