‘বালিশচাপা’য় স্ত্রী-কন্যা খুন, স্বামী গ্রেপ্তার
সাতক্ষীরার কালীগঞ্জের তারালি গ্রামে স্ত্রী ও দুই বছরের মেয়েকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই জোড়া খুনের ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন সাবিনা ইয়াসমিন (২৬) ও তাঁর মেয়ে আয়েশা খাতুন (২)। পুলিশ লাশ দুটি উদ্ধার করে কালীগঞ্জ থানায় নিয়ে গেছে। এ ঘটনায় সাবিনার মা জাহানারা খাতুন বাদী হয়ে কালীগঞ্জ থানায় হত্যা মামলা করেছেন।
কালীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মীর মনির হোসেন জানান, নিহত ইয়াসমিনের স্বামী আবদুর রউফ সরদার গতকাল সন্ধ্যায় তাঁর শ্বশুরবাড়ি তারালি এলাকায় যান। এ সময় তাঁর স্ত্রীর সঙ্গে যৌতুকের মোটরসাইকেল কেনার টাকা নিয়ে ঝগড়া হয়। পরে রাতে সবাই ঘুমিয়ে পড়লে রউফ তাঁর স্ত্রী সাবিনা ও দুই বছরের মেয়েকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করে।
নিহত সাবিনার মা জাহানারা খাতুন জানান, রাত সাড়ে ১২টার দিকে তিনি একটি শব্দ শুনতে পান। শব্দ শুনে বাইরে এসে তিনি দেখেন, তাঁর মেয়েজামাই রউফ সাইকেলে করে দ্রুত বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে। পরে ঘরে ঢুকে তিনি তাঁর মেয়ে সাবিনা ও নাতনি আয়েশাকে বিছানায় পড়ে থাকেত দেখেন।
এএসপি মনির আরো জানান, ঘটনার পরপরই স্বামী আবদুর রউফ তাঁর গ্রামের বাড়ি নলতার ঘোনা গ্রামে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ রাতেই তাঁকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে।
অভিযুক্ত রউফের বরাত দিয়ে ওই পুলিশ কর্মকর্তা জানান, আবদুর রউফ প্রাথমিকভাবে এই জোড়া খুনের কথা স্বীকার করেছেন। অসুস্থ মায়ের চিকিৎসার জন্য তাঁর টাকার প্রয়োজন ছিল। কিন্তু শ্বশুর তা না দেওয়ায় রাগে ও ক্ষোভে তিনি এ ঘটনা ঘটিয়েছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তা স্বীকার করেছেন।