৪১ নারী কর্মকর্তা ওএসডি
উপসচিব, যুগ্মসচিব ও সচিব পদমর্যাদার ৪১ জন নারী কর্মকর্তা বিভিন্ন কারণে ওএসডিতে (বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা) রয়েছেন বলে জানিয়েছেন জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
দশম সংসদের সপ্তম অধিবেশনে আজ মঙ্গলবার বিকেলে প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য পিনু খানের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী সংসদকে এ তথ্য জানান।
জনপ্রশাসনমন্ত্রী জানান, জনপ্রশাসনে সচিব হিসেবে চারজন, যুগ্ম সচিব হিসেবে ১০৮ জন এবং ১৮৬ জন নারী উপসচিব হিসেবে কর্মরত আছেন। জেলা প্রশাসক হিসেবে কর্মরত আছেন আরো তিনজন নারী। এদের মধ্যে মাতৃত্বকালীন ছুটি, শিক্ষা ছুটি, লিয়েন ও প্রশিক্ষণের কারণে ৪১ জনকে ওএসডি করা হয়েছে।
সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নুরজাহান বেগমের এক প্রশ্নের উত্তরে সৈয়দ আশরাফুল ইসলাম জানান, ‘বিগত বিএনপি সরকারের সময় ৪২ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়। বর্তমান সরকারের সময়ে পাঁচজন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।’
সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর অপর এক প্রশ্নের উত্তরে জনপ্রশাসনমন্ত্রী বলেন, ‘সরকারি চাকরিতে চুক্তিভিত্তিক নিয়োগ অব্যাহত রাখার প্রয়োজনীতা এখনো থাকায় তা বাতিল করার কোনো পরিকল্পনা আপাতত সরকারের নেই।’
এ সময় সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, বিশেষায়িত পদে এবং যেসব সংস্থায় কারিগরি জ্ঞানসম্পন্ন জনবল সংকট রয়েছে, সেসব সংস্থায় উপযুক্ত অবসরপ্রাপ্ত সামরিক, বেসামরিক কর্মকর্তা/কর্মচারী এবং বেসরকারি ব্যক্তিদের মধ্য থেকে যোগত্যসম্পন্ন ব্যক্তিকে সরকার জনস্বার্থে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়।
এ ছাড়া প্রশাসনিক ও মামলা সংক্রান্ত জটিলতার কারণে যেসব দপ্তর/সংস্থায় দ্রুত জনবল নিয়োগ করা সম্ভব হয় না, সেখানেও চুক্তিভিক্তিক নিয়োগের মাধ্যমে জনবল সংকট নিরসন করে সরকারি কাজের ধারাবাহিকতা রক্ষা করা হয়ে থাকে বলে জানান মন্ত্রী।