অ্যাপোলোতে অবৈধ ওষুধ, ১৬ লাখ টাকা জরিমানা
ফার্মেসিতে অনুমোদনবিহীন ওষুধ রাখার দায়ে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার অ্যাপোলো হাসপাতালকে ১৬ লাখ টাকা জরিমানা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ আহমেদের নেতৃত্বে অভিযান চালিয়ে হাসপাতালের ফার্মেসিতে অনুমোদনবিহীন ওষুধ থাকায় এ জরিমানা করা হয়।
এ সময় র্যাব-১, ক্রাইমের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন বলে জানায় বার্তা সংস্থা বাসস।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ আহমেদ জানান, ভ্রাম্যমাণ আদালত অ্যাপোলো হাসপাতালে অভিযান চালিয়ে অনুমোদনহীন ৫১ ধরনের ওষুধ জব্দ করেছে। ওষুধগুলোর মধ্যে কয়েকটি আইটেম দেশি, বাকি সব ওষুধ বিদেশ থেকে আমদানি করা হয়।
অনুমোদনহীন এসব ওষুধ রাখায় অ্যাপোলো হাসপাতাল ফার্মেসির চার কর্মকর্তাকে ১৬ লাখ টাকা জরিমানা, অনাদায়ে প্রত্যেককে তিন মাস করে কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয় বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। তিনি জানান, জরিমানার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।