প্যাকেট খুলে মিলল ২৫ কেজি রূপার অলঙ্কার

ভারত থেকে বাংলাদেশে পাচারকালে সাতক্ষীরায় ২৫ কেজি ওজনের রূপার তৈরি অলঙ্কার জব্দ করেছে বিজিবি। ছবি : এনটিভি
ভারত থেকে বাংলাদেশে পাচারকালে ২৫ কেজি ওজনের রূপার অলঙ্কার আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সময়ে একটি এয়ার গানও জব্দ করা হয়েছে।
বিজিবির ৩৩ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক সৈয়দ ফজলে হোসেন জানান, গোপন সূত্রে খবর পেয়ে আজ রোববার ভোরে বিজিবির কুশখালি বিওপির একটি দল সীমান্তের ১০ নম্বর পিলারের ১ নম্বর সাব-পিলারের কাছাকাছি ছয়ঘরিয়া এলাকায় অবস্থান নেয়। এ সময় চোরাকারবারিরা ভারতীয় পণ্য নিয়ে বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করতেই তাদের চ্যালেঞ্জ করেন বিজিবি সদস্যরা। বিজিবিকে দেখতে পেয়ে তারা ২৫টি প্যাকেট ফেলে দ্রুত পালিয়ে যায়। এসব প্যাকেট খুলে বিপুল পরিমাণ রূপার তৈরি অলঙ্কার পাওয়া যায়। এর ওজন ২৫ কেজি। দাম ১৬ লাখ টাকারও বেশি।