বন্যার্তদের পাশে দাঁড়াতে সরকার ব্যর্থ : বিএনপি
টানা বর্ষণ ও নদ-নদীর পানি বৃদ্ধিতে দেশের প্রায় ২৪টি জেলার বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে সরকার ‘ব্যর্থ’ হয়েছে অভিযোগ করেছে বিএনপি। দলটি উপদ্রুত এলাকায় জরুরি ত্রাণ পাঠানোর পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে।
আজ বুধবার রাজধানীর নয়াপল্টনের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন এ আহ্বান জানান।
বিএনপি মুখপাত্র বলেন, কয়েক দফার বন্যায় বিশেষ করে উত্তরাঞ্চলের ও অন্যান্য বন্যাকবলিত এলাকার কয়েক লাখ হেক্টর জমির ফসলহানি, মাছের খামার, পুকুর বন্যায় তলিয়ে যাওয়ায় আবাদী জমির মানুষ দিশেহারা। একদিকে আশ্রয়ের অভাব, অন্যদিকে ত্রাণের অপর্যাপ্ততা, বিশুদ্ধ খাবারের পানির সংকট, ওষুধের অভাবে বন্যাকবলিত মানুষের জীবন বিপন্ন।
‘অত্যন্ত দুঃখের বিষয়, এ বিষয়গুলো পত্র-পত্রিকায় প্রকাশিত হওয়ার পর সরকারের তরফ থেকে ব্যবস্থা গ্রহণের পরিবর্তে ত্রাণ ও দুর্যোগমন্ত্রী উল্টো গণমাধ্যমে বন্যার খবর বেশি করে না ছাপানোর পরামর্শ দিয়েছেন। জনগণের কাছে দায়বদ্ধতা না থাকায়, এই বিনা ভোটের সরকার আজ জনগণের দুর্যোগের মুহূর্তে তাঁদের পাশে দাঁড়াচ্ছে না। সরকারের এ ব্যর্থতা ও নীরব থাকাকে আমরা নিন্দা জানাই।’
বন্যা উপদ্রুত এলাকার কৃষকদের কৃষি ঋণ মওকুফ, নতুন করে সুদমুক্ত কৃষি ঋণ প্রদান, বিশেষ করে বীজ, ধানের চারা, সারসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ সরবরাহের দাবি জানায় বিএনপি। পাশাপাশি এমন পরিস্থিতিতে উপদ্রুত এলাকায় দলের স্থানীয় পর্যায় থেকে নেতা-কর্মীদের মানুষের সাহায্যে এগিয়ে আসার জন্যও আহ্বান জানানো হয়েছে।