‘রাজশাহীর নির্বাচনী পরিবেশ এখনো স্বাভাবিক’
নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী বলেছেন, ‘রাজশাহীর নির্বাচনী পরিবেশ এখনো স্বাভাবিক রয়েছে। তবে নির্বাচনী প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অবশ্যই তাঁদের নেতাকর্মীদের নিয়ন্ত্রণে রাখতে হবে। তাহলে অপ্রীতিকর ঘটনা ঘটবে না।’
আজ বুধবার রাজশাহী কর্মচারী কল্যাণ বোর্ড মিলনায়তনে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীদের মতবিনিময় সভায় ইসি শাহাদাত হোসেন এসব কথা বলেন।
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত চৌধুরী বলেন, ‘রাসিক নির্বাচন করতে যে ব্যয় হবে তার ৬০ শতাংশেরও অধিক শুধু আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্যই ব্যয় হবে। তারপরও যদি আমরা শান্তিপূর্ণ আইনশৃংখলা পরিস্থিতি বজায় রাখতে না পারি, প্রার্থীদের জন্য যদি একটা নির্বাচনী প্রচারণার লেভেল প্লেয়িং ফিল্ড আমরা নিশ্চিত করতে না পারি, ভোটাররা যদি তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বিঘ্নে বাড়ি ফিরতে না পারে, তাহলে আমি বলব যে আমরা একটা দুভার্গ্যজনক দেশে বসবাস করছি।’
শাহাদাত হোসেন বলেন, ‘নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনে থাকবে এক হাজার ৪০০ পুলিশ, এক হাজার ৯৩২ জন আনসার, ৪৫০ জন র্যাব, ৪৫০ জন বিজিবি, ৩০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১০ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট।’
সভায় অংশগ্রহণকারী প্রার্থীসহ উপস্থিত সুধীজনকে উদ্দেশে শাহাদাত হোসেন চৌধুরী বলেন, ‘এই হলে দাঁড়িয়ে আমি আপনাদের কথা দিচ্ছি, আমরা আমাদের শপথ রক্ষা করার জন্য একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করার জন্য যা যা করার সব ধরনের ব্যবস্থা আমরা গ্রহণ করব।’
রাজশাহী মহানগরীতে প্রার্থীদের পোস্টার ও ফেস্টুনের ছড়াছড়ি দেখে অসন্তোষ প্রকাশ করে এবং সেগুলো নিজ দায়িত্বে প্রার্থীদের সরিয়ে ফেলার অনুরোধ জানিয়ে নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী বলেন, ‘পোস্টার ব্যানার বা ফেস্টুন যেগুলো আছে, আমি খতিয়ে দেখেছি সেগুলো আচরণবিধির সাথে সঙ্গতিপূর্ণ নয়। আমার বিনীত অনুরোধ থাকবে, এখানে যারা প্রার্থী আছেন, আপনার বিষয়টি বিবেচনায় নিয়ে যে পোস্টার ব্যানার ও ফেস্টুন যেগুলো নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী নেই, সেগুলো আপনারা সরিয়ে ফেলবেন, যেন নির্বাচনী পরিবেশ বজায় থাকে। এরপরও কোনো পোস্টার, ব্যানার বা ফেস্টুন যদি আচরণবিধির বাইরে থাকে, তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হব।’
রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর-রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমেদ। সভায় রাজশাহী মহানগর পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার, রাজশাহী রেঞ্জ পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক নিশারুল আরিফ, র্যাব-৫ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব আলম, রাজশাহী জেলা প্রশাসক এস এম আবদুল কাদের, রাজশাহী পুলিশ সুপার মো. শহিদুল্লাহসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।