নাটোরে জেএমবির তিন ‘সদস্য’ আটক
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/07/19/photo-1531984299.jpg)
নাটোর সদর উপজেলার রুয়েরভাগ এলাকা থেকে জঙ্গি সংগঠন জেএমবির সদস্য সন্দেহে তিনজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় বেশ কিছু সাংগঠনিক বই উদ্ধার করা হয়।
আজ বৃহস্পতিবার র্যাব-৫ নাটোর ক্যাম্পের কমান্ডার মেজর শিবলী মোস্তফা জানান, সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ থেকে জেএমবির চার সদস্যকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী র্যাব সদস্যরা গতকাল বুধবার রাত দেড়টার দিকে নাটোর সদর উপজেলার রুয়েরভাগ গ্রামের একটি আমবাগানে অভিযান চালান। পরে বাগানের পাহারাদারের ঘর থেকে জাহিদুল ইসলাম, আমজাদ হোসেন ও জহির উদ্দিনকে আটক আটক করা হয়। আটক ব্যক্তিদের বাড়ি নাটোরের বিভিন্ন উপজেলায় বলে জানায় র্যাব।