পদ্মার ভাঙনের কবলে দৌলতদিয়া
রাজবাড়ীর গোয়ালন্দের কাছে দৌলতদিয়া পয়েন্টে পদ্মা নদীর পানি গত ২৪ ঘণ্টায় চার সেন্টিমিটার কমেছে। এখন পানি বিপৎসীমার ৩৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি কমার সঙ্গে সঙ্গে এ এলাকায় নদী ভাঙন দেখা দিয়েছে। গত তিন দিনে দৌলতদিয়া ইউনিয়নের প্রায় ৫০০ পরিবারের ঘরবাড়ি ভাঙনের কবলে পড়েছে বলে দাবি করেছেন স্থানীয় জনপ্রতিনিধি।
ভাঙনকবলিত এলাকার মধ্যে রয়েছে দৌলতদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ধল্লাপাড়া, নহারী মণ্ডলপাড়া, আফছার সেখেরপাড়া, জয়দার মণ্ডলপাড়া, কিয়ামদ্দিন মণ্ডলের পাড়া। এছাড়া ১ নম্বর ওয়ার্ডের সাত্তার মেম্বরপাড়া, সিদ্দিক কাজীরপাড়া, মজিদ সেখের পাড়ায় এক হাজার পরিবার এখনো ঝুঁকির মধ্যে রয়েছে।
দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নুরুল ইসলাম মণ্ডল আজ বুধবার সকালে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করেন। তিনি জানান, বন্যায় ক্ষতিগ্রস্তরা সরকারি সাহায্য কিছুটা পেলেও নদী ভাঙনে ক্ষতিগ্রস্তরা কোনো ত্রাণ সাহায্য পায়নি।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পংকজ ঘোষ বলেন, নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের নামের তালিকা তৈরি হচ্ছে। বরাদ্দ পাওয়া গেলেই পুনর্বাসনের কাজ শুরু হবে।