নাফ নদী থেকে ৮০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের নাফ নদীর জালিয়ার দ্বীপ এলাকা থেকে ৮০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত ১০টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ওই বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেন।
বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল রাত ১০টার দিকে নাফ নদীতে টহল দিচ্ছিলেন বিজিবির দমদমিয়া বিওপির একদল সদস্য। তাঁরা জালিয়ার দ্বীপ এলাকায় একটি ইঞ্জিনচালিত নৌকাকে থামার নির্দেশ দেন। নৌকায় থাকা ব্যক্তিরা নদীতে লাফিয়ে পড়ে এবং সাঁতরে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ওই নৌকায় তল্লাশি চালিয়ে ৮০ হাজার ইয়াবা উদ্ধার করেন।
টেকনাফ ৪২ ব্যাটালিয়নের সিও কমান্ডিং অফিসার লে. কর্নেল আবুজার আল জাহিদ ৮০ হাজার ইয়াবা উদ্ধারের খবর নিশ্চিত করেছেন।
চট্টগ্রাম বিভাগ থেকে গত কয়েক মাসে প্রচুর পরিমাণ ইয়াবা উদ্ধার হয়েছে। সম্প্রতি র্যাব জানায়, চট্টগ্রামে গত আট মাসে ২৯ লাখ ২৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।