জয়পুরহাটের বড়াইল ইউপির ভোট চলছে
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/07/25/photo-1532493317.jpg)
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়াইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট দিচ্ছেন ভোটাররা।
আজ বুধবার সকাল ৮টা থেকে ইউনিয়নের নয়টি ভোটকেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। ভোট চলবে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত।
নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আওয়ামী লীগ মনোনীত আবু রাশেদ আলমগীর ও বিএনপি মনোনীত আশরাফ আলী মণ্ডল প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ ছাড়া সাধারণ সদস্যপদে মোট ২৬ জন এবং সংরক্ষিত মহিলা সদস্যপদে ১২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ ইউপি নির্বাচনে মোট ১২ হাজার ৪৯৭ ভোটার ভোট দেবেন।
নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করার লক্ষ্যে স্ট্রাইকিং ফোর্স ছাড়াও পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।