হিন্দু সম্প্রদায় নিরাপদে নেই : এরশাদ
হিন্দু সম্প্রদায়ের মানুষকে দেশত্যাগ না করার অনুরোধ জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। তিনি বলেছেন, ‘আগে ছিল হিন্দুরা ১০ শতাংশ। এখন শুনি ছয় শতাংশ। বাকি সব দেশ ছেড়ে চলে যাচ্ছে। তাঁরা শান্তিতে নেই, নিরাপদে নেই। তাঁদের কথা দিচ্ছি, যাবেন না, অপেক্ষা করেন। জাতীয় পার্টি ক্ষমতায় আসছে।’ urgentPhoto
আজ বৃহস্পতিবার চট্টগ্রামের একটি কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন এইচ এম এরশাদ।
সাবেক এ রাষ্ট্রপতি বলেন, ‘কথা বলার অধিকার, লেখার অধিকার, বাঁচার অধিকার, কোনটা আছে আমাদের? একটাও নাই।’ সরকারের মন্ত্রীরা জমি দখল করছে বলেও অভিযোগ করেছেন তিনি।
সাংবাদিকদের দেখিয়ে এরশাদ বলেন, ‘জিজ্ঞাসা করুন এদের। খবর তো অনেক লেখল। খবর অনেক রেকর্ড করল। লিখতে পারবে না। কণ্ঠরুদ্ধ, কলমরুদ্ধ, বাকরুদ্ধ। আমরা এদের মুক্তি দিব। নতুন জীবন দিব। লিখতে দিব। পড়তে দিব। কথা বলতে দিব। জীবনের নিরাপত্তা দিব।’
জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন বাবলু বলেন, ‘খালেদা জিয়া ও শেখ হাসিনা পরীক্ষায় ব্যর্থ হয়েছেন। মানুষের জীবনের নিরাপত্তা বিধান করতে পারেননি। একবার বিএনপি সন্ত্রাস। আর এখন চলছে আওয়ামী সন্ত্রাস। আর এক পক্ষ যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। গত ৩২ বছরে একমাত্র যিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তিনি বাংলাদেশের সফল রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ।’
সভায় পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বক্তৃতা করেন। সম্মেলনে জাতীয় পার্টি চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি পদে মেহজাবীন মোর্শেদ ও সাধারণ সম্পাদক পদে এয়াকুব হোসেনের নাম ঘোষণা করেন এরশাদ।