নাগরিক জীবন খুব বিপদগ্রস্ত : এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, যার যা খুশি করছে। যাকে খুশি মারছে, নাগরিক জীবন খুব বিপদগ্রস্ত এখন।
সাবেক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ পাঁচ দিনের সফরে আজ বুধবার সকালে রংপুরে এসে পল্লী নিবাসের নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন। দেশে শিশু ও নারী হত্যাসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এরশাদ তাঁর হতাশার কথা বলেন।urgentPhoto
মধ্যবর্তী নির্বাচনের কোনো সম্ভাবনা আছে কি না জানতে চাইলে এরশাদ বলেন, ‘সেটা আল্লাহ ছাড়া বলতে পারবে না কেউ। তবে সম্ভাবনা দেখি না আমি। বোধ হয় তারা (সরকার) পুরো পাঁচ বছর পর নির্বাচন দেবে।’
বর্তমান সংসদে কোনো বিরোধী দল নেই উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘অপজিশন বলতে কেউ নাই। তাঁর দাবি করারও কেউ নাই। তাদের (সরকার) গরজ পড়বে কেন?’
দেশের বিভিন্ন স্থানে শিশু ও নারী হত্যা এবং নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে হুসেইন মুহাম্মদ এরশাদ বলেন, ‘সুশাসনের অভাব এবং আইনের শাসনের অভাব সর্বত্র। আমাদের কাছে লিস্ট আছে। কয়জন মারা গেছে, কয়জন শিশুকে মেরে ফেলেছে। খুবই দুঃখজনক ঘটনা। এসব ঘটনা আমাদের দেশে কখনো হয়নি। প্রতিদিন। রাজা নামের এক ছেলেকে মেরে ফেলেছে। কী? মোবাইল চুরি করেছে। এর আগে প্রথমে মারল রাজনকে। তারপর মারল রাকিবকে।
তারপর রবিউলকে। তারপর নিজুকে, রাজাকে। প্রতিদিন, প্রতিদিন। আমাদের মনে দুঃখও লাগে না, ব্যথাও লাগে না। আমরা বাঙালি জাতি এমন ছিলাম না। হঠাৎ করে নিষ্ঠুর হয়ে গেলাম কেন আমরা? হৃদয় নিষ্ঠুর হয়ে গেছে। কী কারণে জানি না।’
এটা বর্তমান সরকারের ব্যর্থতা কি না এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এরশাদ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারলে ব্যর্থতাই বলতে হবে।
এ সময় এরশাদের পাশে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক মন্ত্রী জি এম কাদেরসহ রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টির নেতারা উপস্থিত ছিলেন।