নড়িয়ায় গৃহকর্মী মৃত্যুর ঘটনায় হত্যা মামলা, গ্রেপ্তার ৩
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/09/10/photo-1441899371.jpg)
শরীয়তপুরের নড়িয়া উপজেলার বৈশাখীপাড়া গ্রামে গৃহকর্মী সুমাইয়া আক্তার প্রিয়া (১৫) নিহতের ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, গৃহকর্তা বাবুল চৌকিদার, তাঁর স্ত্রী কোহিনুর বেগম এবং পাঁচক গ্রামের জনি সিকদার।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া জানান, এ ঘটনায় আগে অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছিল। ময়নাতদন্তে হত্যার আলামত থাকায় আজ বৃহস্পতিবার পুলিশ বাদী হয়ে সেই মামলাটি হত্যা মামলায় নথিভুক্ত করেছে। তিনজনকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, নড়িয়া উপজেলার দক্ষিণ নড়িয়া গ্রামের বিল্লাল মকদমের মেয়ে সুমাইয়া আক্তার প্রিয়া। আড়াই বছর বয়সে বাবা তাঁর মাকে রেখে চলে যায়। এর পর প্রিয়াকে নিয়ে তার মা নানার বাড়িতে বসবাস শুরু করেন। চার বছর আগে প্রিয়াকে পাশের বৈশাখী পাড়ার বাবুল চৌকিদারের বাড়িতে গৃহকর্মীর কাজে দেওয়া হয়।
সোমবার রাতে বাবুল চৌকিদারের বাড়ি থেকে ফোন করে প্রিয়ার নানা বাড়িতে জানানো হয় বাবুল চৌকিদারের স্ত্রী অসুস্থ। তাদের সেখানে যেতে বলা হয়। প্রিয়ার মামি মুক্তা বেগম রাত ৯টার দিকে ওই বাড়িতে যান এবং গিয়ে দেখেন পুলিশ প্রিয়ার লাশ নামিয়ে মেঝেতে রেখেছে। রাতেই লাশ থানায় নিয়ে যায় পুলিশ।
আজ মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে বিকেলে পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হয়।