সাতক্ষীরায় বজ্রপাতে দুইজন নিহত

সাতক্ষীরার আশাশুনি ও কালীগঞ্জ উপজেলায় পৃথক বজ্রপাতে দুজন নিহত হয়েছেন। আজ শনিবার এই দুই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন আশাশুনির পাইথলি গ্রামের উদয় মন্ডল (৩৬) ও কালীগঞ্জের মৌতলার মির্জা শাহজাহান (৫৫)।
স্থানীয়রা জানান, শনিবার ভোরে আশাশুনির সূর্যখালী বিলে মাছের ঘেরে মাছ ধরছিলেন পাইথলি গ্রামের উদয় মন্ডল। সেখানে বজ্রপাতে নিহত হয়ে পানিতে ভাসছিলেন তিনি।
এদিকে একই দিনে কালীগঞ্জের মৌতলায় বাড়ির পাশে একটি মাছের ঘেরে কাজ করছিলেন মির্জা শাহজাহান। বজ্রপাতে তিনিও ঘটনাস্থলে নিহত হন।
আশাশুনি ও কালীগঞ্জ থানার দুই ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।