‘রাজশাহীতে নাগরিক সুবিধা নিশ্চিত করব’
নগরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আওয়ামী লীগের প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন। তিনি বলেছেন, ‘নাগরিক সুবিধা নিশ্চিত করাসহ নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করা হবে।’ রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে এক লাখ ৬৬ হাজার ৩৯৪ ভোট পেয়ে অনানুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছেন তিনি।
লিটনের নিকটতম প্রার্থী বিএনপির মোসাদ্দেক হোসেন বুলবুল পেয়েছেন ৭৮ হাজার ৪৯২ ভোট। রাজশাহী সিটি নির্বাচনে মোট কেন্দ্র ১৩৮টি। অনানুষ্ঠানিকভাবে ১৩৮টি কেন্দ্রে ওই ফল পাওয়া যায়।
জয়ের পর তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় খায়রুজ্জামান লিটন সাংবাদিকদের বলেন, ‘জনগণ নিজেদের প্রত্যাশা পূরণের জন্য বিপুল ভোটে আমাকে জয়ী করেছেন। তাঁদের মনের আশা পূরণের জন্য কাজ করব।’
খায়রুজ্জামান লিটন বলেন, ‘কর্মসংস্থানের বিষয়টি আমার মাথায় আছে। এ ছাড়া নাগরিক সুবিধা নিশ্চিত করার জন্য কাজ করব।’
এদিকে নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছেন বিএনপির প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল। রাতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘রাজশাহীর মানুষকে ধোঁকা দেওয়ার যে আয়োজন, এ আয়োজন আমরা প্রত্যাখ্যান করছি। নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করছি।’