ঝিনাইগাতীতে নিখোঁজের ১২ দিন পর যুবকের লাশ উদ্ধার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/09/11/photo-1441985733.jpg)
নিখোঁজের ১২ দিন পর আজ শুক্রবার সন্ধ্যায় শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল বাজার থেকে এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত যুবকের নাম আবদুস সামাদ ওরফে ফকির (২৯)। তিনি দক্ষিণ ধানশাইল এলাকার চান মিয়া মিস্ত্রির ছেলে।
গত ১২ দিন ধরে আবদুস সামাদ নিখোঁজ ছিলেন। খোঁজাখুঁজির পর না পেয়ে গত ৯ সেপ্টেম্বর ঝিনাইগাতী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে নিহতের পরিবার। নিহত আবদুস সামাদ কাঠমিস্ত্রির কাজ করতেন। ধানশাইল বাজারে তাঁদের কাঠের আসবাব তৈরির কারখানা রয়েছে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বিকেলের দিকে কারখানার পেছনের ডোবা থেকে দুর্গন্ধ বের হলে এলাকাবাসী ডোবায় গলিত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশের উপস্থিতিতে নিহতের বড় ভাই আবুল কালাম লাশ শনাক্ত করেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছিল।