জঙ্গি সন্দেহে বুয়েটের দুই শিক্ষার্থী আটক
জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরেবাংলা হলের দুই ছাত্রকে আটক করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাঁরা হলেন মোহাম্মদ নুরউদ্দিন ও আবু বারাকাত মোহাম্মদ রফিকুল হাসান। কিছুদিন আগে জঙ্গি সন্দেহে আটক কয়েকজনের তথ্য অনুসারে এদেরআটক করা হয় বলে জানা গেছে।
আটক দুজনকে গতকাল ‘শৃঙ্খলা ভঙ্গের’ অভিযোগ এনে হল থেকে বহিষ্কার করা হয়। জানা যায়, গত মাসে জঙ্গি সন্দেহে বুয়েটের চার শিক্ষার্থী আটক হন। তাঁদের তথ্যের ভিত্তিতে শুক্রবার ছাত্রলীগের সহায়তায় হল প্রশাসন এই দুজনের রুমে তল্লাশি চালায়। এ সময় তাঁদের কাছ থেকে বিভিন্ন জিহাদি বই ও ভিডিও সংগ্রহ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বুয়েট ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. দেলওয়ার হোসেন সাংবাদিকদের জানান, বেশ কিছু তথ্য প্রমাণের ভিত্তিতে তাঁদের হল থেকে আটক করা হয় এবং সাময়িক বহিষ্কারের জন্য হলের সহকারী প্রভোস্টকে নির্দেশ দেওয়া হয়েছিল। সহকারী প্রভোস্ট তাঁদের হল থেকে সাময়িক বহিষ্কার করেন। এ ছাড়া উপাচার্য খালেদা ইকরাম এখন দেশের বাইরে থাকায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে তিনি জানান। তিনি বলেন, উপাচার্য দেশে ফিরলে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির মাধ্যমে তাঁদের ব্যাপারে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে। তবে বহিষ্কৃত দুই ছাত্র বর্তমানে কোথায় আছেন তিনি তা জানেন না বলে দাবি করেন।
প্রসঙ্গত, গত ৩১ আগস্ট জঙ্গি সন্দেহে বুয়েট থেকে ৯ জন শিক্ষার্থীকে আটক করা হয়। পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন সিন্ডিকেট মিটিং ডেকে আটককৃতদের মধ্য থেকে একজনকে এক সেমিস্টার থেকে বহিষ্কার করা এবং তিনজনকে হল থেকে বহিষ্কার করাসহ পাঁচজনকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেয়।