বড়পুকুরিয়া কয়লা খনিতে তদন্ত দল
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/08/02/photo-1533202973.jpg)
দিনাজপুর বড়পুকুরিয়া কয়লা খনিতে কয়লা কেলেঙ্কারি তদন্তে এসেছে চার সদস্যের একটি প্রতিনিধিদল।
আজ বৃহস্পতিবার সকালে বড়পুকুরিয়া কয়লা খনিতে তদন্তে আসেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক খলিলুর রহমান, পেট্রোবাংলার পরিচালক (অপারেশন) ও তদন্ত কমিটির প্রধান কমরুজ্জামানসহ চার সদস্যের একটি প্রতিনিধিদল।
অপরদিকে, তাপ বিদ্যুৎকেন্দ্রের শ্রমিকরা কয়লা লুটপাটের প্রতিবাদের কয়লা খনির বাজারের মূল রাস্তায় দুপুর ১২টায় একটি বিক্ষোভ মিছিল বের করে। এ ছাড়া তাঁরা চাকরি স্থায়ীকরণের দাবিও উপস্থাপন করেন।
উল্লেখ্য, বড়পুকুরিয়া কয়লা খনিতে এক লাখ ৪৪ হাজার মেট্রিক টন কয়লা উধাও হয়ে যাওয়ার ঘটনার বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ আনিছুর রহমান বাদী হয়ে গত ২৪ জুলাই পার্বতীপুর থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলায় খনির সদ্য অপসারিত ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী হাবিবউদ্দীন আহম্মদ, কোম্পানি সচিব আবুল কাশেম প্রধানিয়াসহ ১৯ কর্মকর্তাকে আসামি করা হয়।
অপরদিকে মামলার নথি দুর্নীতি দমন কমিশন (দুদক) দিনাজপুর আঞ্চলিক শাখা থেকে কেন্দ্রীয় দুদকের কর্যালয়ে পাঠানো হয়। ৫২৫ মেগাওয়াট সম্পন্ন তাপ বিদ্যুৎকেন্দ্র বন্ধ হওয়ায় রংপুর বিভাগের আটটি জেলার বিদ্যুতের কিছুটা ঘাটতি দেখা দিয়েছে। এতে করে শিক্ষার্থীদের পড়াশোনার ও শিল্পকারখানা উৎপাদন ব্যাহত হচ্ছে।