রাজশাহী থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
রাজশাহীর সব রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। শিক্ষার্থীদের বাস ভাঙচুরের প্রতিবাদে এবং নিজেদের নিরাপত্তার দাবিতে আজ শুক্রবার সকাল থেকে ঢাকাসহ দূরপাল্লা ও আন্তজেলা রুটের সব বাস বন্ধ করে দেয় তারা।
জানা যায়, বাস চলাচল বন্ধের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে বাস মালিকদের সংগঠন রাজশাহী সড়ক পরিবহন গ্রুপও।
এদিকে, এভাবে আকস্মিক বাস বন্ধের ফলে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। তবে রাজশাহীর বিভিন্ন রুটে চলাচলকারী বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাসগুলো নিয়ম অনুযায়ী চলছে বলে জানা যায়।
গত ২৯ জুলাই রাজধানীর কুর্মিটোলার বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের বাসের চাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়। এ ছাড়া আহত হয় বেশ কয়েকজন। নিহত শিক্ষার্থীরা হলো শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী দিয়া খানম মিম ও দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম রাজীব। এর প্রতিবাদে রাজধানীসহ সারা দেশের সড়কে নেমে আসে শিক্ষার্থীরা। নিরাপদ সড়কসহ তারা নয় দফা দাবি জানায়।
এরই পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিহতদের প্রত্যেক পরিবারকে ২০ লাখ টাকার অনুদান দেন। এ ছাড়া ৯ দফা মেনে নিয়ে বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন তিনি।