ল্যাপটপের ব্যাগে ফেনসিডিল!

সাতক্ষীরা শহরের সঙ্গীতা সিনেমা হল মোড় থেকে আজ শুক্রবার দুপুরে রোকনুজ্জামানকে ফেনসিডিলসহ আটক করা হয়। ছবি : এনটিভি
সাতক্ষীরা সদর উপজেলায় ল্যাপটপের ব্যাগ থেকে ফেনসিডিল জব্দ করেছে পুলিশ।
এ সময় এক যুবককে আটক করা হয়। ওই যুবক ফেনসিডিলগুলো পাচার করছিল বলে জানিয়েছে পুলিশ।
আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা শহরের সঙ্গীতা সিনেমা হল মোড় থেকে এসব ফেনসিডিল উদ্ধার করা হয়।
আটক যুবকের নাম রোকনুজ্জামান। তিনি সাতক্ষীরা সদর উপজেলার সাতানি গ্রামের বাসিন্দা।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমানের দাবি, গোপন সূত্রে খবর পেয়ে উপপরিদর্শক (এসআই) শংকর প্রসাদের নেতৃত্বে পুলিশের একটি দল সঙ্গীতা হল এলাকা থেকে রোকনুজ্জামানকে আটক করে এবং তাঁর ব্যাগ তল্লাশি করে। ল্যাপটপের ব্যাগ ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় রোকনুজ্জামনের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানান ওসি।