কিশোরগঞ্জে ধানক্ষেত থেকে ইজিবাইকচালকের লাশ উদ্ধার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/09/12/photo-1442051709.jpg)
কিশোরগঞ্জ সদর উপজেলার সাদুল্লারচর এলাকায় একটি ধানক্ষেত থেকে মো. মোস্তফা (২৪) নামের এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের পাশ থেকে তাঁর লাশটি উদ্ধার করা হয়।
মোস্তফার বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার আনুহা গ্রামে। তাঁর বাবার নাম বাদল মিয়া।
পুলিশ সূত্রে জানা যায়, ধানক্ষেতে লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন কিশোরগঞ্জ মডেল থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
হাসপাতালে উপস্থিত মোস্তফার কয়েকজন স্বজন জানান, শুক্রবার রাতে অটোরিকশা নিয়ে বের হন মোস্তফা। এরপর আর বাড়ি ফিরেননি তিনি।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আনিসুর রহমান জানান, সম্ভবত শ্বাসরোধ করে দুর্বৃত্তরা মোস্তফাকে হত্যা করেছে। এরপর তাঁর ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে গেছে। তিনি জানান, এ ঘটনায় কোনো মামলা দায়ের করা হয়নি।