চাঁদাবাজির খবর পাওয়ামাত্র পুলিশ ব্যবস্থা নেবে : স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের মহাসড়কগুলোতে পশুবাহী ট্রাকে চাঁদাবাজি বন্ধে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, চাঁদাবাজি বন্ধে হাইওয়ে ও জেলা পুলিশ কাজ করছে। চাঁদাবাজির খবর পাওয়ামাত্র পুলিশ ব্যবস্থা নেবে।
আজ শনিবার চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ফায়ার সার্ভিসের স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এর আগে লোহাগাড়া উপজেলা পরিষদ মাঠে এক সুধী সমাবেশে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে স্থানীয় সংসদ সদস্য ড. আবু রেজা নদভী ও নজরুল ইসলাম, চট্টগ্রামের উপমহাপরিদর্শক (ডিআইজি) শফিকুল ইসলাম, পুলিশ সুপার এ কে এম হাফিজ আকতার বক্তব্য দেন।
আসাদুজ্জামান খান কামাল বলেন, সরকার প্রতিনিয়ত জঙ্গিদের আস্তানা ও উৎস আবিষ্কার করছে। জঙ্গিরা যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে ব্যবস্থার পাশাপাশি নিয়ন্ত্রণে রাখার কথা জানান তিনি।