বনশ্রীর বাসা থেকে ১০ শিশু উদ্ধার
রাজধানীর বনশ্রীর একটি বাসা থেকে ১০ শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত সন্দেহে আটক করা হয়েছে চারজনকে। আজ শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। তবে উদ্ধার হওয়া শিশুদের কী কারণে ওই বাসায় রাখা হয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ।
urgentPhoto
মাদ্রাসাছাত্র মোবারক মাস ছয়েক আগে বাসা থেকে রাগ করে একদিন কমলাপুর রেলস্টেশন বসে ছিল। পরে কিছু লোক সেখান থেকে নানা কথা বলে এবং প্রলোভন দেখিয়ে তাকে নিয়ে আসে বনশ্রীর এই বাসায়। যেখানে রাখা হয়েছিল আরো কিছু শিশু-কিশোরকে, যারা সদরঘাট কিংবা কমলাপুরে যাত্রীদের মালামাল বহন করে অর্থ উপার্জন করত। এদের বয়স ১০ থেকে ১৩ বছরের মধ্যে।
মোবারক এখানে আসার অভিজ্ঞতা জানিয়ে বলে, ‘আমাকে নিয়ে আসা হয়েছে শেল্টার হোমের কথা বলে। আমি প্রথমে আসতে চাইনি। পরে তারা আমাকে বলে, রাতে থেকে কাল চলে এসো। তখন আমি এখানে আসি। পরদিন এখান থেকে আমি চলে যেতে চাইলে তারা জানায়, এখানে তিন বছর থাকতে হবে।’
খবর পেয়ে ওই বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় ওই শিশু-কিশোরদের। একই সঙ্গে আটক করা হয় চারজনকে, যারা নিজেদেরকে ‘অদম্য বাংলাদেশ’ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বলে পরিচয় দিয়েছেন। এই শিশুদের অপরহণ করা হয়েছে, না পুনর্বাসনের জন্য আনা হয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশের এক কর্মকর্তা সাংবাদিকদের জানান, ‘শিশু-কিশোররা আমাকে জানিয়েছে, তারা স্বেচ্ছায় এখানে আছে। শুধু একজন বলেছে, তাকে তার ইচ্ছার বিরুদ্ধে কমলাপুর থেকে এখানে নিয়ে আসা হয়েছে।’
এ ঘটনায় রামপুরা থানায় আটক চারজনের বিরুদ্ধে মানবপাচারের মামলা হয়েছে।