‘চিকিৎসকরা জীবন বাঁচান, আবার হুমকি হয়ে দাঁড়ান’
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/09/08/photo-1441708986.jpg)
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, চিকিৎসকরা মানুষের জীবন বাঁচান আবার এই চিকিৎসকরাই মানুষের জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়ান। আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সভায় তিনি এ কথা বলেন।
হাসপাতালের সুষ্ঠ ব্যবস্থাপনা চিকিৎসাসেবা নিশ্চিতকরণ ও মনিটরিং কার্যক্রম জোরদারের বিষয়ে এ সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, বেসামরিক বিমানমন্ত্রী রাশেদ খান মেনন, কয়েকজন সংসদ সদস্য এবং ঢাকায় সরকারি হাসপাতালগুলোর পরিচালকরা উপস্থিত ছিলেন। এ সময় সভায় হাসপাতালগুলোর চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য মনিটরিং কার্যক্রম জোরদারের সিদ্ধান্ত হয়। সংসদ সদস্যরা হাসপাতালগুলোর চিকিৎসাসেবার মান বাড়ানোর পরামর্শ দেন।
সভায় সম্প্রতি মাতৃগর্ভে গুলিবিদ্ধ শিশুর জীবন বাঁচানোর উদাহারণ টেনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘চিকিৎসকদের ঐকান্তিক চেষ্টায় মাতৃগর্ভে গুলিবিদ্ধ শিশু ও তার মায়ের জীবন বেঁচে গেছে। চিকিৎসকরা অনুমোদন ছাড়া হাসপাতাল ও ক্লিনিক খুলে এবং অনেক ক্ষেত্রে ভুয়া চিকিৎসকরা মানুষের জীবন হুমকির মুখে ফেলে দিচ্ছে।’