প্রধানমন্ত্রীর সঙ্গে কমনওয়েলথ মহাসচিবের বৈঠক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঢাকা সফররত কমনওয়েলথ মহাসচিব কমলেশ শর্মা বৈঠক করেছেন। আজ শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎকালে কমনওয়েলথ মহাসচিব আগামী নভেম্বরের শেষ নাগাদ মাল্টায় অনুষ্ঠিতব্য কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠক ও সংস্থার শীর্ষ সম্মেলন সম্পর্কে অবহিত করেন।
সাক্ষাতের পর সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, কমনওয়েলথ মহাসচিব সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীকে অবহিত করেছেন যে, শীর্ষ সম্মেলনে জলবায়ু পরিবর্তন, জাতীয় দুর্যোগ কর্মসূচি এবং প্রথমবারের মতো মহিলা ফোরামবিষয়ক বিশেষ অধিবেশন থাকবে।
মহাসচিব সম্মেলন ফলপ্রসূ করার জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্ব ও অংশগ্রহণ কামনা করেছেন। এ প্রসঙ্গে তিনি জলবায়ু ইস্যুতে প্রধানমন্ত্রীর ভূমিকার প্রশংসা করেন।
কমলেশ শর্মা বলেন, কমনওয়েলথ বৈঠকে তরুণ ও অভিবাসন ইস্যু নিয়ে আলোচনা হবে এবং রানি দ্বিতীয় এলিজাবেথ ও প্রিন্স অব ওয়েলস শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।
প্রেসসচিব আরো জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান জোরদারকরণে বাংলাদেশের প্রয়াস সম্পর্কে কমনওয়েলথ মহাসচিবের সঙ্গে আলোচনা করেন। তিনি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সহিংসতা থেকে উদ্ভূত কিছু চ্যালেঞ্জ তুলে ধরেন।
এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী ২০১৩ সালে ও ২০১৫ সালের শুরুতে দেশে এক শ্রেণির রাজনৈতিক দলের সৃষ্ট নৈরাজ্য ও সহিংসতার কথা উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশে বিকাশমান গণমাধ্যম পূর্ণ স্বাধীনতা ভোগ করছে। তিনি বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং সংবাদপত্রগুলো কীভাবে স্বাধীনতা ভোগ করছে তা ব্যাখ্যা করেন।
প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় একটি বৈশ্বিক তহবিল গঠনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।
শেখ হাসিনা সন্ত্রাস মোকাবিলায় তাঁর সরকারের বিভিন্ন প্রয়াস তুলে ধরে বলেন, সরকার সন্ত্রাস রোধ করতে সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বার্তা সংস্থা বাসস জানায়, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, মুখ্য সচিব আবুল কালাম আজাদ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।