ডিজিটাল বাংলাদেশ এখন বাস্তব : প্রধানমন্ত্রী
দেশের প্রতিটি শিশুকে শিক্ষিত করে উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করাই বর্তমান সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ডিজিটাল বাংলাদেশ এখন বাস্তব। আমরা ডিজিটাল বাংলাদেশ তৈরি করেছি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আজ শনিবার এসব কথা বলেন। ২০১২ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত এসব প্রতিযোগিতায় বিজয়ী ১৫০ জনের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী।
বঙ্গবন্ধুর ৯২তম থেকে ৯৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। কিন্তু বিভিন্ন কারণে এসব প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে যথাসময়ে পুরস্কার বিতরণ করা যায়নি। শনিবার গণভবনে এসব পুরস্কার বিতরণ করা হয়। শিশুদের পরিবেশনায় জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশকে আমরা এমনভাবে গড়ে তুলতে চাই যে বাংলাদেশের প্রতিটি শিশু শিক্ষায়- দীক্ষায় উন্নত হবে। আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন হবে। যেমন : ডিজিটাল বাংলাদেশ। এখন সেটা বাস্তব। আমরা ডিজিটাল বাংলাদেশ তৈরি করেছি। কম্পিউটার শিক্ষা আজকে সর্বজনীন করে দিয়েছি। কাজেই বাংলাদেশ এখন সব দিক দিয়ে এগিয়ে যাচ্ছে বিশ্বসভায়। বাংলাদেশ এগিয়ে যাবে। আমাদের আজকে যারা শিশু আগামী দিনে তারা যেন একটা সুন্দর, উন্নত, শান্তিপূর্ণ জীবন পায় সেটাই হচ্ছে আমাদের কামনা।’
প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু যে বাংলাদেশের স্বপ্ন দেখতেন তা বাস্তবায়ন করাই তাঁর একমাত্র লক্ষ্য।
বক্তব্য শেষে প্রধানমন্ত্রী বিজয়ীদের মধ্যে পুরস্কারের ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন।