সুখ লালের সুখ আর সইল না!
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/08/07/photo-1533637126.jpg)
দিনাজপুরের পার্বতীপুরে মঙ্গলবার দুপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত সুখ লালের মরদেহ রাস্তায় পড়ে আছে। ছবি : এনটিভি
দিনাজপুরের পার্বতীপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন। আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামের সুখ লাল (৪০) ও একই গ্রামের জয়ন্ত। আহত ব্যক্তির নাম রাখাল চন্দ্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে তাঁরা পাল্লা দিয়ে মোটরসাইকেল চালাচ্ছিলেন। একই দিক থেকে যাচ্ছিল মোটরসাইকেল দুটি। এ সময় রাজাবাসর নামক স্থানে মোটরসাইকেল দুটির সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সুখ লালের মৃত্যু হয়। এরপর হাসপাতালে নিলে জয়ন্তও মারা যান।
আহত রাখাল চন্দ্র বর্তমানে দিনাজপুরের এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পার্বতীপুর থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাক আহমেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।