ভর্তি পরীক্ষার বৈধতা চ্যালেঞ্জ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। আজ রোববার সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন।
বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।
রিটে ঢাবির ভিসি, শিক্ষা সচিব, স্বরাষ্ট্র সচিব ও বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।
১০ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি বাতিল চেয়ে লিগ্যাল নোটিশ পাঠান এই আইনজীবী।
এ বিষয়ে অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ এনটিভি অনলাইনকে বলেন, ঢাবিতে ভর্তির বিষয়ে রাষ্ট্রপতির অধ্যাদেশ ১৯৭৩ অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার যোগ্যতা হিসেবে এইচএসসি পাস যে কেউ অংশগ্রহণ করতে পারবে। সেখানে শুধু একবার বা দুবার অংশ নিতে পারবে বলে উল্লেখ নেই। তিনি বলেন, ‘এ ছাড়া সংবিধানের ২৮ অনুচ্ছেদে রয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে কোনো শর্তের অধীন করা যাবে না। তাই ঢাবি কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নিয়েছে, তা অবৈধ। তাই রিট দায়ের করেছি।’
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় রাষ্ট্রপতির ওই আদেশ মানা হচ্ছে না উল্লেখ করে আইনি নোটিশ পাঠান এ আইনজীবী। আগামী ২৪ ঘণ্টার মধ্যে নোটিশের জবাব না পাওয়ায় আজ রিট দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ইউনুস আলী আকন্দ।