বান্দরবানে ‘রাজার স্থায়ী বাসিন্দা সনদ’ বাতিলের দাবি বাঙালিদের
বান্দরবানে রাজার দেওয়া স্থায়ী বাসিন্দা সনদ পদ্ধতি বাতিলের দাবি জানিয়েছে পার্বত্য নাগরিক পরিষদসহ বাঙালি সংগঠনগুলোর নেতাকর্মীরা। এ দাবিতে আজ রোববার সকালে তারা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।
সকালে পার্বত্য নাগরিক পরিষদ ও ছাত্র পরিষদের ব্যানারে প্রেসক্লাবের সামনে বিতর্কিত ও সাম্প্রদায়িক রাজার সনদ বাতিলের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।
মানববন্ধনে কথা বলেন, পার্বত্য নাগরিক পরিষদ বান্দরবান জেলার সভাপতি আতিকুর রহমান, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় নেতা কামরান ফারুক, বাঙালি নেতা মোহাম্মদ হুসেন প্রমুখ।
মানববন্ধনে পার্বত্য নাগরিক পরিষদ বান্দরবান জেলা সভাপতি আতিকুর রহমান বলেন, ‘পার্বত্যাঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় রাজা কর্তৃক স্থায়ী বাসিন্দার সনদ প্রদান প্রক্রিয়া বন্ধ করতে হবে। রাজার স্থানীয় বাসিন্দার সনদপত্র প্রদান বিষয়টি বিতর্কিত, অসাম্প্রদায়িক এবং সংবিধান পরিপন্থী। একই দেশে দুই ধরনের আইন চলতে পারে না।’
আতিকুর রহমান বলেন, ‘বাঙালিদের বৈধ জমির কাগজপত্র থাকার পরও স্থায়ী বাসিন্দার সনদপত্র প্রদানের নামে হয়রানি করা হচ্ছে। চাকরি, উচ্চশিক্ষা ও জমি-জমা কেনার ক্ষেত্রে রাজার সনদপত্র গ্রহণ প্রক্রিয়া বাতিল করার দাবি জানাচ্ছি।’
পরে প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। মিছিল শেষে জেলা প্রশাসক মো. দাউদুল ইসলামের কাছে স্মারকলিপি দেন সংগঠনের নেতারা।