অ্যাটকোর সভাপতির মুক্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন

এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীর নিঃশর্ত মুক্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন হয়েছে।
রাজশাহী টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি ও এনটিভি দর্শক ফোরাম আজ রোববার সকালে নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে ওই মানববন্ধনের আয়োজন করে। এতে একাত্মতা প্রকাশ করে অংশ নেন রাজশাহী সিটি প্রেসক্লাব, রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাব, রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন, জাতীয় সাংবাদিক সংস্থা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সদস্যরা। এ ছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ মানববন্ধনে অংশ নেন।
রাজশাহী টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি শ ম সাজুর সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রাজশাহী সিটি প্রেসক্লাবের সভাপতি মোহাম্মাদ জুলফিকার, রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আহসান হাবীব অপু, ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সামাদ খান, জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী শাখার সাধারণ সম্পাদক রফিক আলম, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ ফাহিম প্রমুখ।
বক্তারা বলেন, এনটিভির চেয়ারম্যান ও অ্যাটকোর সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীকে গ্রেপ্তার করে রাখা স্বাধীন গণমাধ্যমের ওপর হুমকিস্বরূপ। বক্তারা মোসাদ্দেক আলীর গ্রেপ্তারের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে অনতিবিলম্বে তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানান।