মেহেরপুরে সাবেক সেনাসদস্যের ঝুলন্ত লাশ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/09/14/photo-1442215187.jpg)
মেহেরপুর সদর উপজেলার উজলপুর গ্রামের সাবেক সেনাসদস্য হাবিবুর রহমান হাবিবকে (৪৮) শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে বাড়ির কাছে একটি আমবাগান থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত হাবিবুর রহমান উজলপুর গ্রামের রেজাউল মণ্ডলের ছেলে। শ্বাসরোধে হত্যা করে তাঁকে গাছে ঝুলিয়ে রাখা হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
নিহতের স্ত্রী লাইলী বেগম জানান, রোববার বিকেলে কুতুবপুর গ্রামের এক আত্মীয়ের জানাজায় অংশ নেওয়ার জন্য বাড়ি থেকে বের হন হাবিব। তার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন রাতে বিভিন্ন স্থানে খোঁজ করেন। সকালে বাড়ির পাশের কুতুবপুর ইউনিয়ন পরিষদ ভবনের সামনে স্থানীয় আবদুল হাকিমের আমবাগান থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। ঝুলন্ত মরদেহ উদ্ধারের সময় তাঁর দুই পা কোমর পর্যন্ত রশি দিয়ে বাঁধা ছিল। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আহমার উজ্জামান জানান, হত্যাকাণ্ডের রহস্য পুলিশের কাছে এখনো স্পষ্ট নয়। মরদেহ ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।