নাটোরে প্রায় ৮ হাজার ইয়াবাসহ আটক ৩
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় প্রায় আট হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)। একইসঙ্গে তিন ব্যক্তিকে আটক করেছে র্যাব। র্যাবের দাবি আটক ব্যক্তিরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
আজ বুধবার সকালে উপজেলার মহিষভাঙ্গা এলাকা থেকে ওই তিন ব্যক্তিকে আটক করা হয় বলে সংবাদ সম্মেলনে জানায় র্যাব কর্তৃপক্ষ। আটক ব্যক্তিরা মহিষভাঙ্গা এলাকার আশপাশের গ্রামের বাসিন্দা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা বিক্রির খবর পেলে র্যাব-৫ নাটোর ক্যাম্পের কমান্ডার মেজর শিবলী মোস্তফার নেতৃত্বে একটি দল আজ সকালের দিকে মহিষভাঙ্গা এলাকার এক পেট্রলপাম্পের কাছে অভিযান চালান। সেখানে ইয়াবা বড়ি বিক্রি করার সময় হাতেনাতে নাহারুল ইসলাম, হাসানুজ্জামান সাগর ও আকছেদ আলী নামের তিন ব্যক্তিকে আটক করা হয়।
পরে ওই তিনব্যক্তির কাছ থেকে সাত হাজার ৯৪০টি ইয়াবা বড়ি জব্দ করা হয় বলে জানিয়েছে র্যাব।