ঈদের রাতেই অপসারণ হবে রাজশাহী নগরীর বর্জ্য
ঈদুল আজহার রাতেই নগরীর কোরবানির বর্জ্য অপসারণ করবে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। কোরবানির বর্জ্য অপসারণের বিষয়ে যাবতীয় অভিযোগ নিষ্পত্তির লক্ষ্যে ঈদের দিন বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত পরিচ্ছন্নতা বিভাগের মনিটরিং সেল কাজ করবে।
আজ রোববার রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) জনসংযোগ কর্মকর্তা মাহাবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ বিষয়ে রাসিকের বিভিন্ন ওয়ার্ডের সচিবদের এক মতবিনিময় সভা শনিবার দুপুরে অনুষ্ঠিত হয়। নগর ভবনের এনেক্স সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মোমিন।
সভায় জানানো হয়, কোরবানির বর্জ্য অপসারণের বিষয়ে যাবতীয় অভিযোগ নিষ্পত্তির লক্ষ্যে ঈদুল আজহার দিন বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত পরিচ্ছন্নতা বিভাগের মনিটরিং সেল কাজ করবে। তাই কোরবানির বর্জ্য অপসারণ নিয়ে কোনো সমস্যা হলে নগরবাসীকে মনিটরিং সেলের দায়িত্বে নিয়োজিত পরিচ্ছন্ন পরিদর্শক (মোবাইল নম্বর ০১৭১৩-০৯৮৯৫৬) কিংবা অফিস সহকারীর (মোবাইল নম্বর ০১৭১৬-৪০৮০৭১) সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে আরো তথ্য সংশ্লিষ্ট ওয়ার্ড কার্যালয়েও যোগাযোগ করে জানা যাবে।
জনসংযোগ কর্মকর্তা জানান, ঈদুল আজহার দিন বিকেল ৪টা থেকে সিটি করপোরেশনের নিয়ন্ত্রণ কক্ষের সাহায্যে বর্জ্য অপসারণ কার্যক্রম নিয়ন্ত্রণ করা হবে। ফলে রাতের মধ্যেই কোরবানির সব বর্জ্য অপসারণ করা হবে।
সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন জানান, ঈদুল আজহায় মহানগরীর বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এরইমধ্যে রাসিকের কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে। আশা করা হচ্ছে, কোরবানির বর্জ্য অপসারণে কোনো সমস্যা হবে না।