গ্রেনেড হামলাকারীদের সঙ্গে সংলাপ নয় : ওবায়দুল কাদের
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/08/21/photo-1534870234.jpg)
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, গ্রেনেড হামলাকারীদের সঙ্গে কোনোভাবেই সংলাপ হবে না।
আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে নোয়াখালীর কবিরহাট পৌরবাজারের জিরো পয়েন্টে ২১ আগস্ট বোমা হামলার প্রতিবাদে এক সমাবেশে এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
এ সময় মন্ত্রী অভিযোগ করেন, ‘হওয়া ভবনে বসে বিএনপি নেতারা ২১ আগস্ট গ্রেনেড হামলার পরিকল্পনা করেন।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ শিক্ষার্থীদের উসকানি দিয়ে অরাজকতা সৃষ্টি করেছিলো বলেও অভিযোগ করেন সেতুমন্ত্রী।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে সংলাপের পথ বন্ধ করে দিয়েছে বিএনপি।
সমাবেশে স্থানীয় সংসদ সদস্য একরামুল করিমসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।
২০০৪ সালের ২১আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী শান্তি সমাবেশে তৎকালীন বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তৃতার শেষ পর্যায়ে নারকীয় গ্রেনেড হামলা চালানো হয়।
এই হামলায় শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ স্থানীয় কয়েকজন নেতা সেদিন অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। এ ছাড়া আহত হন আরও পাঁচশ জন দলীয় নেতাকর্মী। আহতদের অনেকেই চিরতরে পঙ্গু হয়ে গেছেন। তাদের কেউ কেউ আর স্বাভাবিক জীবন ফিরে পাননি।