মেডিকেলের প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত সন্দেহে চারজন গ্রেপ্তার
মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত সন্দেহে জালিয়াত চক্রের চার সদস্যকে আটক করেছে র্যাব। রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে তাদের আটক করা হয় বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।
এ সময় আটকদের কাছ থেকে মডেল প্রশ্নপত্র, উত্তরপত্র এবং এক কোটি ২১ লাখ টাকার চেক জব্দ করেন র্যাব সদস্যরা।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ সাংবাদিকদের বলেন, আটক ব্যক্তিদের মধ্যে জসিম উদ্দিন নামের একজন রয়েছে, যে এ চক্রের মূল হোতা। তাকে ২০১১ সালে মেডিকেলের প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। তবে জসিম উদ্দিন আটক হলেও তার এই ব্যবসা থেমে থাকেনি। এ ছাড়া আটক শোভন একজন চিকিৎসক। সেও এ চক্রের সঙ্গে জড়িত।
১৮ সেপ্টেম্বর দেশের সব মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।