দিনাজপুরে এম. আব্দুর রহিমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/09/04/photo-1536058937.jpg)
বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ও দিনাজপুরের সর্বস্তরের মানুষের প্রাণপ্রিয় নেতা এম. আব্দুর রহিমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে দিনাজপুর সদর উপজেলার জালালপুর গ্রামে এম. আব্দুর রহিমের সমাধিতে জেলার সর্বস্তরের মানুষসহ বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা প্রয়াত এই জননেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানায়। এ সময় মরহুমের ছেলে বিচারপতি এনায়েতুর রহিম ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, এম. আব্দুর রহিম সমাজকল্যাণ ও মুক্তিযুদ্ধ গবেষণাকেন্দ্রের সভাপতি অ্যাডভোকেট আজিজুল ইসলাম, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বকসী বাচ্চু, সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল প্রমুখ অংশগ্রহণ করেন। পরে সেখানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠান হয়।
২০১৬ সালের ৪ সেপ্টেম্বর ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৯ বছর বয়সে মুক্তিযুদ্ধের সংগঠক এম. আব্দুর রহিম ইন্তেকাল করেন।