পিকআপের বেপরোয়া গতিতে মাছ ব্যবসায়ীর মৃত্যু

সাতক্ষীরায় পিকআপ ভ্যানের সঙ্গে ইঞ্জিনচালিত ভ্যানের সংঘর্ষে অরুণ রায় (৫০) নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে তালা উপজেলার জাতপুর এলাকায় আঠারো মাইল সড়কে এই দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আরো পাঁচজন আহত হন। তাঁদের নাম- সঞ্জয়, সবুজ, পার্থ, রিপন ও আবদার। তাঁদের তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ পিকআপটিকে আটক করেছে। তবে, পিকআপের চালক পালিয়ে গেছে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি রাসেল জানান, মাছভর্তি একটি ইঞ্জিনচালিত ভ্যানে করে কয়েকজন ব্যবসায়ী আঠারো মাইলের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি পিকআপের সঙ্গে ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের নিচে চাপা পড়ে নিহত হন পাইকগাছার মুনথি গ্রামের অরুণ রায়।