মেডিকেলের প্রশ্ন ফাঁসের ঘটনায় গ্রেপ্তার চারজন রিমান্ডে
মেডিকেলে ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসে জড়িত সন্দেহে আটক চারজনকে তিনদিনের করে রিমান্ড দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা আসামি চারজনকে হাজির করে প্রত্যেককে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম আতাউল হক প্রত্যেকের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডকৃতরা হলেন জসিম উদ্দিন ভূইয়া, ডা. জেড এম এ সালেহীন ওরফে শোভন, এস এম আনোয়ার ও আখতারুজ্জামান খান তুষার।
মঙ্গলবার রাতে রাজধানীর মহাখালীর ডিওএইচএস থেকে তাঁদের আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র্যাব)। এ সময় তাঁদের কাছ থেকে মডেল প্রশ্নপত্র, উত্তরপত্রসহ এক কোটি ২১ লাখ টাকার চেক উদ্ধার করা হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের জ্যেষ্ঠ সহকারী পরিচালক মো. মাকসুদুল আলম জানান, আটককৃতদের মধ্যে জসিম উদ্দিন নামের একজন রয়েছেন, তিনি এ চক্রের মূল হোতা।
আগামী ১৮ সেপ্টেম্বর রাজধানীসহ সারা দেশের ২৩টি কেন্দ্রে মেডিকেলে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। চলতি বছর ভর্তি পরীক্ষায় রেকর্ড সংখ্যক মোট ৮৪ হাজার ৭৮৪ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।