মিয়ানমারে সাজা শেষে ফিরেছেন ১৬ বাংলাদেশি

মিয়ানমারে বিভিন্ন সময়ে আটক ১৬ বাংলাদেশি কারাভোগ শেষে দেশে ফিরেছেন। মিয়ানমারের মংডুতে দুই দেশের সীমান্ত বাহিনীর মধ্যে পতাকা বৈঠক শেষে আজ বৃহস্পতিবার দুপুরে তাঁদের ফিরিয়ে আনা হয়।
এরা সবাই কক্সবাজারের টেকনাফ উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
পতাকা বৈঠকে বাংলাদেশের ১৭ সদস্যের বিজিবির প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ৪২ বিজিবির উপপরিচালক মো. আজহারুল আলম। অপরদিকে বৈঠকে অংশ নেন ১৬ সদস্যের মিয়ানমারের প্রতিনিধিদল।