মেহেরপুরে দোকানে অগ্নিকাণ্ড
মেহেরপুরের গাংনী উপজেলায় রিয়াজ উদ্দীন মার্কেটের একটি বৈদ্যুতিক সামগ্রীর দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডে প্রায় ৩৫ লাখের বেশি টাকা মূল্যের বৈদ্যুতিক সামগ্রী পুড়ে গেছে বলে দোকানের মালিক দাবি করেছেন। বৈদ্যুতিক গোলযোগ থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, চৌগাছা গ্রামের কাওছার আহম্মেদ তাঁর দোকান বন্ধ করে রাত ১১টার দিকে বাড়িতে যান। এর পর দোকানে আগুন লাগে। আগুন দেখে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দেন। মেহেরপুর ফায়ার সার্ভিস স্টেশনের একদল কর্মী ঘটনাস্থলে এসে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নেভানো সম্ভব হয়।
কাওছার আহম্মেদ জানান, আগুনে দোকানের ভেতর থাকা টিভি, ফ্যান, লাইটসহ নতুন-পুরাতন বৈদ্যুতিক সামগ্রী ও আসবাব পুড়ে গেছে। এতে ৩৫ লাখের বেশি টাকার ক্ষতি হয়েছে।
মেহেরপুর ফায়ার সার্ভিস স্টেশনের গুদামঘর পরিদর্শক সেলিম রেজা জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। দ্রুত আগুন নেভানো না গেলে গোটা মার্কেটে ব্যাপক ক্ষতির আশঙ্কা ছিল।
এদিকে, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল আমিন ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন। এ সময় ক্ষতিগ্রস্ত দোকান মালিককে আর্থিক সহযোগিতার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।