পদ্মার ভাঙনে ক্ষতিগ্রস্তদের বিএনপির ত্রাণ
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত দেড় শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে বিএনপি। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ সফিকুর রহমান কিরণের ব্যক্তিগত উদ্যোগে এই ত্রাণ বিতরণ করা হয়।
আজ রোববার দুপুরে নড়িয়া উপজেলা বিএনপির আয়োজনে পৌরসভার শুভগ্রাম এলাকায় পদ্মার পাড়ের মানুষদের মধ্যে এই ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল পরিবারপ্রতি ২৫ কেজি চাল, দুই কেজি সয়াবিন তেল, এক কেজি ডাল, পাঁচ কেজি আলু, এক কেজি পেঁয়াজ, ৫০০ গ্রাম রসুন ও এক ডজন দেয়াশলাই।
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় আজ রোববার দুপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত দেড় শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে বিএনপি। ছবি : এনটিভি
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা টি এম আউয়াল, নড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ওমর ফারুক, সহসভাপতি শহিদুল ইসলাম তারা, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ রয়েল মাঝি, যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার নেছার উদ্দিন, বিএনপি নেতা মমতাজ উদ্দিন হাওলাদার, নড়িয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মোর্শেদ আলম মাঝি, জ্যেষ্ঠ সহসভাপতি সালাউদ্দিন ছৈয়াল, সাংগঠনিক সম্পাদক মিলন ছৈয়াল, নড়িয়া উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুব আলম খোকন মাদবর, নড়িয়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক বি এম আজিজুল হাকিম, নড়িয়া পৌরসভা যুবদলের সদস্য সচিব নুরুজ্জামান শেখ, যুগ্ম আহ্বায়ক আবুল বাশার শিকদার, নড়িয়া পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক নোমান চোকদার, নড়িয়া সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন প্রমুখ।