কমলাপুরে টিকেট পাওয়ার শেষ চেষ্টা
পবিত্র ঈদুল আজহার বাকি ছয় দিন। ট্রেনে বাড়ি যেতে হলে টিকেট চাই আজই। কাঙ্ক্ষিত টিকেটের আশায় তাই প্রতীক্ষার প্রহর গুনছে যাত্রীরা।
আজ শনিবার সকাল ৯টা থেকে শুরু হয়েছে টিকেট দেওয়া। চলবে চলবে বিকেল ৫টা পর্যন্ত। আজ দেওয়া হচ্ছে ২৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবারের টিকেট। শেষ দিনে নিজ কিংবা পরিবার-পরিজনের জন্য টিকেট সংগ্রহ করতে তীব্র গরমে কমলাপুর রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে আছে যাত্রীরা। তাদের অনেকেই অপেক্ষা করছে গতকাল দুপুর থেকে।
সকালে কমলাপুর স্টেশনে গিয়ে দেখা গেছে, লাইনে নিজেদের জায়গা রেখে কেউ ঘুমাচ্ছেন। কেউ লুডু খেলছেন, কেউবা তাস। কাউন্টার খোলার আগেই আবারও তারা লাইনে দাঁড়িয়েছেন টিকেট সংগ্রহের জন্য।
স্টেশনে কয়েকজন টিকেটপ্রত্যাশীর সঙ্গে কথা বলে জানা যায়, আগাম টিকেট কিনতে তাদের অনেকে গতকাল শুক্রবার দুপুর থেকেই কাউন্টারের সামনে লাইনে দাঁড়িয়েছেন। প্রচণ্ড গরমে মশার কামড় খেয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এ ব্যাপারে রেলওয়ে কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ করে তারা। এদের অনেকেই সকাল ৭টা থেকে টিকেট বিক্রির দাবি জানায়।
ঈদ উপলক্ষে নিয়মিত ট্রেনের পাশাপাশি ১৪টি স্পেশাল ট্রেনও চলবে পাঁচটি রুটে। এ ছাড়া বিশেষ সেবা দিতে অতিরিক্ত ১৩৮টি কামরা ও ২৫টি ইঞ্জিন যুক্ত করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
গত ১৫ সেপ্টেম্বর অগ্রিম টিকেট দেওয়া শুরু হয়। একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকেট সংগ্রহ করতে পারবে।