গরমেও ট্রেনের টিকেটের জন্য ভিড়
তীব্র গরমে দুই দিন ধরে রেলস্টেশনে টিকেটের জন্য অপেক্ষা করছেন ঈদে ঘরমুখো মানুষ। রাতভর ছিল মশার উপদ্রব। এর মধ্যে সূর্যোদয়ের পর থেকে গরমে হাসফাঁস করতে থাকেন তাঁরা। আজ শুক্রবার সকালে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ছিল যাত্রীদের উপচেপড়া ভিড়।
urgentPhoto
পবিত্র ঈদুল আজহার আর সপ্তাহখানেক বাকি। আগের দিন রাতেই ট্রেনের টিকেটের জন্য কমলাপুরে অবস্থান নেন হাজারো মানুষ। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে রয়েছেন তাঁরা। সকাল ৯টায় টিকেট বিক্রি শুরু করার কথা থাকলেও আধা ঘণ্টা দেরি হয়।
ট্রেনের আগাম টিকিট বিক্রির চতুর্থ দিন আজ ২৩ সেপ্টেম্বরের টিকেট দেওয়া হচ্ছে। একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকেট কিনতে পারছেন।
আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে জানিয়েছে, আজ সারা দিন ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে।
স্টেশনে কয়েকজন টিকেটপ্রত্যাশীর সঙ্গে কথা বলে জানা গেছে, আগাম টিকেট কিনতে তাঁদের অনেকে গতকাল বৃহস্পতিবার দুপুর থেকেই কাউন্টারের সামনে লাইনে দাঁড়িয়েছেন। কিন্তু নির্ধারিত সময়ে টিকেট দেওয়া শুরু করেনি। প্রচণ্ড গরমের মধ্যে মশার কামড় খেয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এ ব্যাপারে রেলওয়ে কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন তাঁরা। অনেকেই সকাল ৭টা থেকে টিকেট বিক্রির দাবি জানান।
ট্রেনের আগাম টিকেট বিক্রির আগামীকাল শনিবার শেষ দিন। এদিন দেওয়া হবে ২৪ সেপ্টেম্বরের টিকেট। ঈদ উপলক্ষে নিয়মিত ট্রেনের পাশাপাশি ১৪টি স্পেশাল ট্রেনও চলবে পাঁচটি রুটে। এ ছাড়া বিশেষ সেবা দিতে অতিরিক্ত ১৩৮টি কামরা ও ২৫টি ইঞ্জিন যুক্ত করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। গত ১৫ সেপ্টেম্বর অগ্রিম টিকেট দেওয়া শুরু হয়।