কক্সবাজারে সরকারি প্রকল্পের চাল জব্দ

কক্সবাজারের বিসিক শিল্প এলাকার ‘তাজরেজা ফ্লাওয়ার মিল’ থেকে কাবিখা, টিআর, ভিজিডিসহ সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য বরাদ্দ করা বিপুল পরিমাণ চাল উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার রাতে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহিদুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করা হলেও আজ রোববার দুপুরে সাংবাদিকদের এ কথা জানানো হয়।
ইউএনও শহিদুল ইসলাম জানান, কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা), টেস্ট রিলিফ (টিআর), ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্টসহ (ভিজিডি) বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বরাদ্দ করা চাল গোপনে কিনে ওই গুদামে মজুদ রাখা হয়েছিল। এমন খবর পেয়ে তাজরেজা ফ্লাওয়ার মিলের গুদামে অভিযান চালানো হয়। অভিযানে সেখান থেকে ১০ টনের বেশি পরিমাণ চাল উদ্ধার করা হয়। জব্দের পর গুদামটি সিলগালা করে দেওয়া হয়েছে। চালগুলো বৈধ না অবৈধ তা যাচাই করতে কক্সবাজার খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।
স্থানীয়রা জানিয়েছেন, আবদুস সোবহান নামের এক ব্যক্তি গুদামের মালিক হলেও গুদাম পরিচালনা করছেন রফিক ও সাগর নামের দুই ব্যবসায়ী। এসব চাল সরকার বিভিন্ন উন্নয়নকাজের জন্য গ্রামপর্যায়ে বরাদ্দ দিলেও কিছু অসাধু ব্যবসায়ী তা গোপনে কিনে রাখেন। পরে বাজারে বেশি দামে বিক্রি করেন।
তবে তাজরেজা ফ্লাওয়ার মিলের কর্মচারী মোহাম্মদ আনোয়ার জানান, এসব চাল বৈধ। সরকারি নিয়ম মেনেই কাবিখা প্রকল্প থেকে চাল কেনা হয় বলে দাবি করেন তিনি।