নাটোরের গ্রাহকদের অর্থ আত্মসাৎ, মানববন্ধন

আমানত ফেরত দেওয়ার দাবিতে আজ শনিবার নাটোর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান আরডিপির গ্রাহকরা। ছবি : এনটিভি
গ্রাহকের কাছ থেকে নেওয়া আমানত আত্মসাতের প্রতিবাদে নাটোরে আরডিপি নামের একটি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিরুদ্ধে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্ত গ্রাহকরা। আজ শনিবার দুপুরে ওই প্রতিষ্ঠানের শতাধিক গ্রাহক নাটোর প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি থেকে তাঁদের সঞ্চিত অর্থ ফেরত দেওয়ার দাবি জানান।
এ সময় বক্তব্য দেন সন্ত্রাস প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি আবদুস সালাম, ব্যবসায়ী মিজানুর রহমানসহ ক্ষতিগ্রস্ত গ্রাহকরা।
গ্রাহকরা জানান, নাটোর শহরের কানাইখালী এলাকায় অফিস খুলে আরডিপি নামের ওই প্রতিষ্ঠানটি শতাধিক গ্রাহকের কাছ থেকে তিন কোটি ৫৭ লাখ টাকা আমানত সংগ্রহ করে। আমানতের বিপরীতে ঋণ দেওয়ার কথা থাকলেও গ্রাহকদের ঋণ না দিয়ে চলতি বছরের ১৯ এপ্রিল অফিস বন্ধ করে পালিয়ে যান প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা।