জমে ওঠেনি রাজধানীর পশুর হাট
পবিত্র ঈদুল আজহার আর মাত্র চার দিন বাকি। এখনো বেচাবিক্রি জমে ওঠার অপেক্ষায় গরু ব্যবসায়ীরা। আজ রোববার সকালে রাজধানীর সবচেয়ে বড় পশুর হাট গাবতলীতে গিয়ে ক্রেতার উপস্থিতি সংখ্যা কম দেখা গেছে। এর ফলে অনেকটা অলস সময় পার করছেন ব্যবসায়ীরা।
এদিকে, এখনো রাজধানীর বিভিন্ন রুট দিয়ে ঢুকছে কোরবানির পশু। ট্রাকভর্তি গরু, ছাগল ও মহিষ আসছে দেশের বিভিন্ন অঞ্চল থেকে।
গরু ব্যবসায়ী ও ক্রেতার সঙ্গে কথা বলে জানা গেছে, অনেকে আসছেন দাম যাচাই-বাছাই করতে। আর সাধ্যের মধ্যে হলে কোরবানির পশু কিনছেন কেউ কেউ।
বিক্রেতারা জানিয়েছেন, এখন পর্যন্ত হাটে আসা গরুর বেশির ভাগই দেশি। তবে ঈদের আগে ভারতীয় গরু আসা নিয়ে শঙ্কায় আছেন তাঁরা। তাঁদের আশঙ্কা, তাহলে গত কয়েক বছরের মতো আবারো লোকসানে পড়তে হবে। হাটে নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। জাল টাকা শনাক্ত করার জন্য বসানো হয়েছে জাল নোট শনাক্তকারী মেশিন। আগামী মঙ্গলবার থেকে পশুর হাটগুলো পুরোপুরি জমে উঠবে বলে আশা করছেন বিক্রেতারা।