ময়মনসিংহে আকুয়া খাল পরিষ্কার ও দখলমুক্তকরণ উদ্বোধন
জাতীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয় যুব দিবস ২০২৪ উপলক্ষে ময়মনসিংহে একটি খাল পরিষ্কার পরিচ্ছন্ন ও দখলমুক্তকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার (১ নভেম্বর) সকাল ৯টায় আকুয়া খালপাড়ে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।
ময়মনসিংহ শহরের আট দশমিক ২৪ কিলোমিটার দৈর্ঘের খালটি পরিচ্ছন্নতার অভাবে পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। এর ফলে সামান্য বৃষ্টি হলেই শহরে জলাবদ্ধতার সৃষ্টি হয়। খাল পরিচ্ছন্নতার অংশ হিসেবে যুব উন্নয়ন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, এনজিওর স্বেচ্ছাসেবী এবং সিটি করপোরেশনের পরিচ্ছন্নকর্মীরা এ কাজ অংশ নেন।
এ সময় বিভাগীয় কমিশনার বলেন, তিন মাস পর আগামী ফেব্রুয়ারিতে আবার খাল পরিচ্ছন্নতার কাজ করা হবে। চলবে ধারাবাহিকভাবে। খালের শহরকেন্দ্রিক অংশ সিটি করপোরেশন বাকি অংশ জেলা প্রশাসক, ইউএনওরা বাজেট অনুযায়ী পরিচ্ছ্ন্নতা কার্যক্রম পরিচালনা করবে। পরিচ্ছন্নতা পরবর্তী সময়ে খাল দুষণে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইন প্রয়োগ ও জরিমানা করার কথাও বলেন বিভাগীয় কমিশনার।
এ সময় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ খালপাড়ে জড়ো হয়। জেলা প্রশাসক মুফিদুল আলম, ময়মনসিংহ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলীসহ জেলার ঊর্ধ্বতন সরকারি কর্মচারীরা উপস্থিত থেকে পরিচ্ছন্নতা কাজের তদারিক করেন।